সাঁথিয়া পৌর সভার  সাবেক মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চু গ্রেফতার
সাঁথিয়া পৌর সভার  সাবেক মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চু গ্রেফতার



 সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:



বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) বিকালে পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাঁথিয়া পৌর সভার  সাবেক মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চুকে গ্রেফতার করা হয়।

 থানা  সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহবুবুল  আলম বাচ্চু সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র এবং সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি। সে পাবনা জেলার সাঁথিয়া থানার মামলা নং-১৮, তারিখ-১০/০৩/২০২৫ খ্রি. ধারা:-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ এর তদন্তে প্রাপ্ত আসামি। এ মামলায় সাঁথিয়া থানার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। এছাড়াও তার বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।