ময়মনসিংহে ডিবির অভিযানে দুই মাদক কারবারি আটক
ময়মনসিংহে ডিবির অভিযানে দুই মাদক কারবারি আটক 



 ময়মনসিংহ প্রতিনিধি:


ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ভাইটকান্দি এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক দিক-নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির ওসি মোঃ মহিদুল ইসলাম।

তিনি জানান, এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ  শনিবার ১৯ জুলাই ২০২৫ রাতে ফুলপুর থানার ভাইটকান্দি এলাকার সখল্যা মোড় সংলগ্ন সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১। রবি মিয়া (৩৮), পিতা- আব্দুর রহমান, মাতা- মানিকজান।

২। মোঃ শাহ আলী (৩১), পিতা- মোঃ সাজিম উদ্দিন, মাতা- সাজেদা খাতুন।
দুজনেই ফুলপুর থানার ভাইটকান্দি মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আসামিদের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।