![]() |
কুমিল্লায় অবৈধভাবে পাখি শিকারে উপজেলা নির্বাহী অফিসারের অভিযান |
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি :
আজ লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পালপাড়া নামক স্থানে ফাঁদ পেতে বিপন্ন প্রজাতির ঘুঘু পাখি শিকারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ৩টি বিপন্ন প্রজাতির ঘুঘু পাখি উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। পরবর্তীতে গ্রাম পুলিশের সহযোগিতায় উদ্ধারকৃত ৩টি ঘুঘু পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন-২০১২ অনুযায়ী দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ আইন অনুযায়ী , পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে।
0 মন্তব্যসমূহ